ইনজুরি নিয়েই শেষ দুই ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। চোট পাওয়া পায়ে সেমিফাইনালে আরো একবার আঘাত পান মেসি।
বুটের ওপর পায়ের গিট ফেঁটে রক্ত ঝরে, যা এংলেট চুইয়ে গোল বৃত্তাকার জমাট হয়ে যায়। মাঠে পায়ের ওই ক্ষত নিয়ে কাঁতরান মেসি।
শঙ্কা জেগেছিল ফাইনালে খেলতে পারবেন কি না মেসি। অবশেষে খেললেন মেসি। দুই ইনজুরি নিয়েই! ২৮ বছর ধরে অধরা শিরোপার স্বাদ দিলেন আর্জেন্টাইনদের।
বাংলাদেশ সময় রোববার সকাল ৬ টায় ব্রাজিলের ঐতিহাসিক স্টেডিয়াম মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা।
আর ডি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারাল মেসির আর্জেন্টিনা।
ম্যাচের ২২ মিনিটের মাথায় গোলটি করেন ডি মারিয়া। ফাইনালের প্রথম একাদশে ডি মারিয়াকে ফিরিয়ে তার উপর আস্থা রেখেছিলেন আর্জেন্টিনা কোচ। আস্থার যথাযথ মর্যাদা রাখেন তিনি।
মাঝমাঠ থেকে দি পলের উড়িয়ে মারা বল ধরে ব্রাজিল গোলরক্ষক এদারসনের মাথার উপর তা জালে জড়িয়ে দেন এই পিএসজি ফরোয়ার্ড।
এক্ষেত্রে ব্রাজিল ডিফেন্ডার রেনান লোদির সামনে সুযোগ ছিল ডি মারিয়াকে প্রতিহত করার। কিন্তু দৌড়ে ডি মারিয়ার নাগালই সেভাবে পাননি তিনি। ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধে ফিরে ৫২ মিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল জড়াতে সক্ষম হন রিচার্লিসন। তবে অফসাইডের জন্য গোল বাতিল হয়।
এরপর আর জালের দেখা পায়নি কেউ। রেফারির শেষ বাঁশিতে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।