প্রতিবছরের ন্যায় তুলশীরচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শেরপুর-জামালপুর সীমন্তবর্তী ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামীন জনপদের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার ৮টি নৌকা অংশ গ্রহণ করে। নৌকা বাইচ উপভোগ করতে ব্রহ্মপুত্র নদের দুই পাশে সাধারণ মানুষের ঢল নামে। প্রতিযোগীতায় বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনসহ অন্যান্য অতিথিরা।