উজান থেকে আসা ঢলে ব্রক্ষপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা অববাহিকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী কাল পর্যন্ত পানি বাড়তে পারে। একই সঙ্গে আগামী দুইদিন উত্তরাঞ্চলে ব্রক্ষপুত্র, তিস্তা, ধরলা ঘাঘট নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এসব তথ্য জানিয়েছে।
মঙ্গলবার পাউবোর পূর্বাভাসে বলা হয়েছে, পানি উন্নয়ন বোর্ডের ৯৪টি পর্যবেক্ষন কেন্দ্রের মধ্যে ৪০টি পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। আর ৪৯টি পয়েন্টে পানি কমেছে। অপরিবর্তিত আছে পাঁচটি পয়েন্টে। কুশিয়ারার একটি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূইয়া জানান, ব্রক্ষপত্র-যমুনা এবং গঙ্গ-পদ্মা অববাহিকায় পানি বাড়ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে দেশের উত্তরাঞ্চলের নদী পানি বাড়তে পারে।
সূত্র: সমকাল
(শে/টা/বা/জু)