মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে ছাত্রলীগ। খেলায় অংশ নেবে ছাত্রলীগের ১০১টি টিম। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও ওই সংগঠনের ক্রীড়া সেলের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত মহান বিজয়দিবস প্রীতি ব্যাডমিন্টন টূর্ণামেন্ট-২০১৭ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখা কোয়ার্টার ফাইনালে উঠেছে।
আজ ৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতিপক্ষ নড়াইল জেলা ছাত্রলীগের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্তরে প্রতিযোগিতা করবে শেরপুর জেলা ছাত্রলীগ ।
উল্লেখ্য , গত শুক্রবার ঢাবি ক্যাম্পাসে এ খেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন সংগঠনের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। নক-আউটভিত্তিক এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৬ ডিসেম্বর। খেলার সার্বিক তত্বাবধানে করছেন সংগঠনের ক্রীড়া বিষয়ক সম্পাদক চিন্ময় রায়।
এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা পড়াশোনার পাশাপাশি শুধু রাজনৈতিক মাঠেই সক্রিয় থাকে না। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলাসহ যাবতীয় সেবামূলক কর্মকাণ্ডে সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে থাকে। কারণ ছাত্রলীগ মেধাবীদের ছাত্রসংগঠন।