অত্যাধুনিক তথ্য প্রযুক্তির এই সময়েও ব্যাংক ডাকাতির জন্য সুড়ঙ্গ খুঁড়ল ডাকাতরা। তাও আবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, ভাবা যায়!
এনডিটিভি জানায়, গত সপ্তাহে শহরের রাস্তার মেরামতকারীরা এ সুড়ঙ্গ আবিষ্কার করেছে। রাস্তায় হঠাৎ তৈরি হওয়া একটি সিঙ্কহোল মেরামত করতে তাদের পাঠিয়েছিল কর্তৃপক্ষ। সেখানে তারা দেখেন ম্যানহোলের সঙ্গে যুক্ত করে এ সুড়ঙ্গ কাটা হয়েছে।
এফবিআই এ সুড়ঙ্গের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে। সুড়ঙ্গটি স্থানীয় একটি ব্যাংকের নিচ পর্যন্ত চলে গেছে।
গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা মাইক লিভারক জানান, “আমি এমন দৃশ্য আগে সিনেমাতেই দেখেছি। তবে, এই গর্তটি খুবই ছোট। এটি বেশ অন্যরকম।”
এফবিআই জানায়, এ সুড়ঙ্গ প্রায় ৪৬ মিটার দীর্ঘ। ফ্লেমিংগো রোডে অবস্থিত একটি ব্যাংকের নিচে পর্যন্ত এ সুড়ঙ্গ পৌঁছেছে। তবে একজন মাত্র ব্যক্তি এর মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে ঢুকতে পারবে।
সূত্র: দেশ রূপান্তর