শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী এলাকার সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান বেগম রৌশন আরা একাডেমির ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে একাডেমি প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
ওই একাডেমির সভাপতি হোসেন আলী বিএসসি’র সভাপতিত্বে পরীক্ষার্থীদেরকে সাফল্য ও দোয়া কামনা করে বক্তব্য রাখেন পরিচালক বীরমুক্তিযোদ্ধা মোবারক আলী, প্রিন্সিপাল এম. সুরুজ্জামান, সহকারী শিক্ষক নাজমুল আহসান, আলহাজ আলী, হাফেজ আব্দুল বাছেত, আবু সাইদ, তাইজ উদ্দিন, শরীফুল ইসলাম প্রমখ।
পরে একাডেমির পক্ষ থেকে বিদায়ী পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে অভিভাবক ও এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।