১. আল্লাহর কাছে বৃষ্টি উপকারী হওয়ার দোয়া করা। দোয়াটি হলো : ‘আল্লাহুম্মা ছইয়িবান নাফিয়া’। অর্থাৎ, ‘হে আল্লাহ! আমাদের জন্য কল্যাণকররূপে বর্ষণ করুন।’ (বোখারি)।
২. বৃষ্টির পরশ নিজের গায়ে মাখতে বৃষ্টির নিচে কিছুক্ষণ ভেজা। আনাস (রা.) বলেন, একদিন বৃষ্টি এলে নবীজি গায়ের কাপড় একটু সরালেন আর বৃষ্টির ফোঁটা সেখানে এসে পড়ল। কেন এমন করলেন জানতে চাইলে বললেন, ‘বৃষ্টি আল্লাহর রহমত তাই একটু গায়ে মাখালাম।’ (মুসলিম)।
৩. প্রচ- ঝড়-বৃষ্টি হলে কোরআনের এই আয়াত পড়া, ‘তার প্রশংসা পাঠ করে বজ্র এবং সব ফেরেশতা, সভয়ে।’ (সুরা রাদ : ১৩)।
৪. ক্ষতিকারক হলে আল্লাহর কাছে দোয়া করা। দোয়াটি হলো, ‘আল্লাহুমা হাওয়ালাইনা লা আলাইনা।’ অর্থাৎ, ‘হে আল্লাহ অন্যত্র বৃষ্টিবর্ষণ করুন। আমাদের ওপর আর বৃষ্টি দেবেন না।’ (বোখারি)।
৫. আল্লাহর শুকরিয়া আদায় করা। রাসুল (সা.) একদিন বৃষ্টি থামলে বললেন, ‘আল্লাহর রহম-করমে আমরা বৃষ্টি স্নাত হয়েছি।’ (বোখারি)।
৬. বৃষ্টি এলে দোয়ায় লিপ্ত হওয়া। রাসুল (সা.) বলেছেন, ‘আজানের পর ও বৃষ্টির সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না।’ (আল হাকিম)।
গ্রন্থনা : ইশরাক বিন ফরিদ