চিত্রনায়িকা রোদেলা জান্নাত বিয়ে করেছেন। তার বর মডেল খালেদ হোসেন চৌধুরী। নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদ হোসেন চৌধুরী নিজেই।
রোদেলার সঙ্গে বিবাহ পরবর্তী ছবি পোস্ট করে খালেদ হোসেন চৌধুরী লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ নসিব হুয়া, ২০.০২.২০২০ বেস্ট বার্থডে গিফট এভার।’
রোদেলা জান্নাতের ফেসবুক আইডিতেও বিয়ের একাধিক ছবি দেখা যাচ্ছে। রোদেলা জান্নাত শাকিব খানের বিপরীতে চলচ্চিত্রে পা রেখে আলোচনায় আসেন। শামিম আহমেদ রনি পরিচালিত ‘শাহেনশাহ’ ছবি দিয়ে চলচ্চিত্রে আসা রোদেলার সঙ্গে ছবিটির পরিচালকের প্রেমের গুঞ্জনও ওঠে।
অন্যদিকে, খালেদ হোসেন চৌধুরী দেশের নামকরা একজন র্যাম্প মডেল। চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এর চূড়ান্ত পর্বে প্রতিযোগিদের বিভিন্ন ধরনের প্রশ্ন করে আলোচনায় আসেন খালিদ।