বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)’র মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত।
৬ মার্চে অনুষ্ঠিত ক্রিকেট বোর্ডের এক সভায় মানিক দত্তকে এ পদে নির্বাচিত করা হয়। বিষয়টি নিশ্চিত করে জনাব মানিক দত্ত বলেন, আমাকে যে সম্মান ক্রিকেট বোর্ড দিয়েছে, এজন্য আমি বিসিবির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞ।
এদিকে মানিক দত্তকে বিসিবির মিডিয়া কমিটির সদস্য নির্বাচন করায় শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অভিনন্দন জানিয়েছেন।