‘’কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা ’-এমন প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বৃহস্পতিবার(৫ অক্টাবর) শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ডিগ্রি কলেজ এ আলোচনার সভার আয়োজন করে।
কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল আজাদ । এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও বর্তমান জিবি বোর্ডের সদস্য ড. রফিকুল ইসলাম, চন্দ্রকোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জিবি বোর্ডের সদস্য সাজু সাইদ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রতিপাদ্যের ওপর মুলপ্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেব। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক রহুল আমীন, প্রভাষক মতিউর রহমান, প্রভাষক নিয়ামুল হাসানসহ প্রমুখ।
এসময় বক্তারা শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির দাবী জানিয়ে বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো করতে হবে। ভালো কাজের স্বীকৃতি প্রদানে প্রণোদনার ব্যবস্থা করতে হবে। শিক্ষকরা যাতে নির্বিঘ্নে শ্রেনী কক্ষে পাঠদান করতে পারেন, তারা যাতে নির্যাতন হয়রানির শিকার না হন, সেজন্য তাদের নিরাপত্ত নিশ্চিত করতে হবে। নতুন নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আমাদের দেশে বর্তমানে প্রায় ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। যা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশী। এ বিপুল জনসংখ্যক শিক্ষার্থীকে মানব সম্পদে রূপান্তর করাটাই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আর আমরা সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই পথচলার চেস্টা করবো।
অনুষ্ঠানে শিক্ষক, কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন ।