‘সবার আগে দৃষ্টি’ এ শ্লোগানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। আজ দুপুরে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া দৃষ্টি প্রতিবন্ধীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় শেরপুর ডায়াবেটিক সমিতি ও সিভিল সার্জন অফিস যৌথভাবে এসব কর্মসূচি পালন করে।
শেরপুর ডায়াবেটিক সমিতি সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া এতে সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. মোবারক হোসেন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, শিক্ষাবিদ শিব শংকর কারুয়া, অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু প্রমুখ।
পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সংবর্ধিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।