জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেনি। প্রতিবেদন কবে দেওয়া হবে তা-ও জানেন না তদন্ত কমিটির প্রধান। আজ শুক্রবার কুমিল্লায় অবন্তিকার মায়ের সঙ্গে দেখা করে প্রায় দেড় ঘণ্টা কথা বলেন তদন্ত কমিটির সদস্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অবন্তিকার মা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে এতটা আন্তরিক হলে হয়তো আমার মেয়েকে হারাতে হতো না।’
গত (১৫ মার্চ) শুক্রবার অবন্তিকার আত্মহত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
আজ শুক্রবার তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লায় আসেন প্রতিনিধিদলের সদস্যরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ছাত্রী ফাইরুজ অবন্তিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় থেকে গঠিত এই তদন্ত কমিটির সদস্যরা।
আজ সকালে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির পাঁচ সদস্যসহ মোট ছয়জন অবন্তিকার কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ের বাসায় আসেন। তাঁরা অবন্তিকার মা তাহমিনা বেগম ও তাঁর ভাই জারিফ জাওয়াদের সঙ্গে কথা বলেন এবং অবন্তিকার ঘটনার সম্পর্কে জানেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গেও কথা বলেন তাঁরা।
তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘তদন্তের স্বার্থে তথ্য সংগ্রহের জন্য কুমিল্লায় এসেছি। অবন্তিকার মায়ের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার মতো কথা বলেছি। বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাঁদের কাছ থেকে কোনো তথ্য-উপাত্ত থাকলে সেগুলো নেব।’
তিনি আরও বলেন, ‘আমাদের তদন্তকাজ চলছে। তবে কবে নাগাদ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে, সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। চেষ্টা করছি দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্য।’
এদিকে মেয়ের আত্মহত্যায় মৃত্যুর পর এখনো শোকার্ত অবন্তিকার মা তাহমিনা বেগম। সাংবাদিকদের তিনি বলেন, ‘তদন্ত কমিটি আসছে তদন্ত করার জন্য, তারা আমাদের কাছ থেকে যে ঘটনা ঘটেছিল তার তথ্য নিয়েছে। আমি তাদের বিস্তারিত ঘটনার বিবরণ দিয়েছি। তারা আমাকে আশ্বস্ত করেছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন যতটা আন্তরিক, আগে এতটা আন্তরিক হলে হয়তো মেয়েকে হারাতে হতো না।’
অবন্তিকার আত্মহত্যা: মেয়েটির গলায় উপেক্ষার ফাঁসঅবন্তিকার আত্মহত্যা: মেয়েটির গলায় উপেক্ষার ফাঁস
মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শীবেন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তদন্তকারী দল আবন্তিকার মামলার প্রয়োজনীয় নথিপত্র নিয়েছেন। বিভিন্ন তথ্য জানতে চেয়েছেন। আমরা তাদের প্রয়োজনীয় সহযোগিতা করেছি।’
এদিকে তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন ছাড়াও সদস্য সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আবুল হোসেন, আইন বিভাগের ডিন অধ্যাপক ড. মাসুম বিল্লাহ, সংগীত বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ঝুমুর আহমেদ, সদস্যসচিব ডেপুটি রেজিস্ট্রার রঞ্জন কুমার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সহকারী প্রক্টর মুনিরা জাহান সুমি অবন্তিকার মায়ের সঙ্গে কথা বলেন।
শুক্রবার (১৫ মার্চ) রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
শুক্রবার (২২ মার্চ) সাত দিন শেষে হলেও এ তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে পারেননি। তবে কবে জমা দেবেন তা-ও পরিষ্কার করেননি এ কমিটির আহ্বায়ক অধ্যাপক জাকির হোসেন।
১৫ মার্চ শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে মৃত্যুর জন্য দায়ী করে আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। এ ঘটনায় নিহত অবন্তিকার মা তাহমিনা শবনম বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। আত্মহত্যার প্ররোচনার এ মামলায় দ্বীন ইসলাম ও আম্মান কুমিল্লা কারাগারে আছে।
নিহত অবন্তিকা কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার মৃত জামাল উদ্দিনের মেয়ে। জামাল উদ্দিন কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। অবন্তিকার মা তাহমিনা শবনম কুমিল্লা পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন।