অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরুষদের ১৩তম ওয়ানডে বিশ্বকাপ। মেগা এই আসরকে ঘিরে উন্মাদনার কমতি নেই। বিশ্বকাপের ট্রফি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। আইসিসির অফিশিয়াল ট্রফি ট্যুরের অংশ হিসেবে এবার মিরপুরে সেই ট্রফি। বিশ্বকাপ ট্রফির সঙ্গে গতকাল পদ্মা সেতুতে হয়েছে ফটোশেসন। আজ বাংলাদেশ নারী দল মিরপুরে ট্রফির সঙ্গে ছবি তুলেছেন। সেখানে টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা ছেলেদের জন্য প্রত্যাশার কথা জানিয়েছেন।
বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলার পর জ্যোতি বলেন, ‘আগে কখনো সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।’
১০০ দিনের ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। প্রথমদিন পদ্মাসেতুতে ফটোসেশনের পর আজ মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ছিল বিশ্বকাপ। সেখানে জাতীয়দল, বিকেএসপির খেলোয়াড়দের পাশাপাশি ছবি তোলার সুযোগ পেয়েছেন বোর্ড কর্তা এবং ক্রীড়া সাংবাদিকরা।
ট্রফি ট্যুরের শেষ দিনে বুধবার (৯ আগস্ট) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে সাধারণ দর্শকদের জন্য ট্রফিটি রাখা হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই ট্রফির ছবি তুলতে পারবেন ভক্তরা।