৮১ রানে দুর্ভাগ্যজনক রান আউট হয়ে মিচেল মার্শ ফিরে যাওয়ার পর ক্রিজে আসেন অজি উইকেটটকিপার ব্যাটার জশ ইংলিস। নেমেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন। একপাশ ধরে রাখা লাবুশেনকে যোগ্য সঙ্গ দিয়ে বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নিলেন এই ব্যাটসম্যান। লাহিরু কুমারার বলে দৃষ্টিনন্দন চার মেরে ৪৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। ক্যারিয়ারের এটি তার দ্বিতীয় ফিফটি।
এ দুজনের ৭৬ রানের অপরাজিত জুটিতে অস্ট্রেলিয়া এগোচ্ছে জয়ের দিকে।