শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সরকারী তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিছ আলী ইন্তেকাল করেছেন।
শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সারে আটটায় ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। ইন্নালিল্লাহি—–রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। শনিবার বাদ জোহর গ্রামের বাড়ি উপজেলার হাতিপাগার ও বাদ আছর নালিতাবাড়ী পৌরশহরের গড়কান্দা ঈদগাহ মাঠে জানাযা নামাজ শেষে শাহী মসজিদ গোরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শেরপুর টাইমস ডটকম পরিবারের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক এবং সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।