রাজধানীর বিমানবন্দরের প্রবেশ মুখে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— ডালিম (২১) ও মোবারক (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকা দুই পথচারী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
ট্রাকটি জব্দ এবং চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ইত্তেফাক