ঢালিউডের জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী শাকিব খান ও শবনম বুবলী। কিছুদিন ধরে বড় পর্দার তারকা দু’জন ‘টক অব দ্য টাউন’ হয়ে আছে। তাদের নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবারের আলোচনায় বিবাহ বিচ্ছেদ। ৮ মাস আগে তাদের ডিভোর্স হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি অস্বীকার করলেন শাকিবের সন্তানের মা বুবলী।
বুবলীর ভাষ্যমতে বিবাহ বিচ্ছেদের কথা কেউ একজন ছড়াচ্ছেন। রোববার (৯ অক্টোবর) বলেন, ‘আমি এধরনের কথা শুনেছি। তবে কে বা কারা ছড়াচ্ছে তা জানি না। তাদের উদ্দেশ্য বা কি সেটাও বুঝছি না। আমি এই বিষয়টি নিয়ে খুব দ্রুতই কথা বলবো।’
এদিকে, শাকিব-বুবলীকে নিয়ে অনেক আগে থেকেই ঢালিউডে চলছিল প্রেমের গুঞ্জন। বুবলীর আমেরিকায় পাড়ি দেয়ার পর গুঞ্জন আরও ডালপালা ছড়াতে থাকে। সম্প্রতি সন্তানকে প্রকাশ্যে এনে এসব গুঞ্জন সত্যিই করে দিয়েছেন এ নায়িকা। দুইজনেই জানিয়েছেন, সন্তানের বাবা-মা তারা। তবে সবকিছুর পরও নেটিজেনদের প্রশ্ন- শাকিব বুবলি কি আদৌ একসঙ্গে থাকছেন? নাকি অপু বিশ্বাসের পথেই হাঁটবেন…।
সবশেষ পহেলা অক্টোবর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিং স্পটে শাকিব খান ও বুবলিকে একসঙ্গে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলীর দেওয়া তথ্যমতে, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই।
উল্লেখ্য, শাকিবের খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি। তাদের ১০ বছরের সংসারে আব্রাম খান জয় নামে এক ছেলে আছে।