বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হলেন নাজমুল হোসেন শান্ত।
সিলেট স্ট্রাইকার্সের এই তারকা ওপেনার বিপিএলের চলতি আসরে ১৫ ম্যাচে ৫১৬ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহ হিসেবে শান্ত পান ৫ লাখ টাকা।
শুধু তাই নয়! টুর্নামেন্টের সর্বোচ রান সংগ্রহ করায় তাকেই দেওয়া হয় টুর্নামেন্ট সেরার পুরস্কার। টুর্নামেন্ট সেরা হওয়ায় শান্ত আরও ১০ লাখ টাকা পুরস্কার পান।
বিপিএলের ফাইনালে শান্তর দল সিলেট কুমিল্লার বিপক্ষে ৭ উইকেটে হারলেও শান্ত ৪৫ বলে ৬৪ রান করেন। তার দল ১৭৫ রান করেও হেরে যায়।