চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিনের আড়াল ভেঙে সম্প্রতি আবারো সামাজিক যোগযোগ মাধ্যমে দর্শকদের সামনে এসেছিলেন। দর্শকদের কাছাকাছি থাকার জন্য ফেসবুক, ইনস্টাগ্রামের পাশাপাশি ইউটিউবেও সরব হন এ তারকা। কিন্তু এরমধ্যেই বিপাকে পড়লেন এ নায়িকা।
হ্যাকারদের কবলে পড়েছে তার ৩ অ্যাকাউন্ট! ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে আপাতত ঢুকতে পারলেও নিজের ইউটিউব চ্যানেলটি একেবারে হাতছাড়া বলে জানালেন তিনি। এই নায়িকা বলেন, আমার যে মেইল থেকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল কন্ট্রোল করা হতো তা হ্যাক্ড হয়েছে। আপাতত ফেসবুক ও ইনস্টাগ্রামে ঢুকতে পারলেও ইউটিউব চ্যানেলটিতে একদমই পারছি না। আমি জানি না, তারা ফেসবুক ও ইনস্টাগ্রামটি দখল নিয়েছে কিনা।
তাই আজকের পর থেকে ঘোষণা না দেয়া পর্যন্ত আমার পেজ, প্রোফাইল ও ইউটিউব চ্যানেলের কোনো পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করা হলো। নব্বই দশকের নায়িকা শাবনূর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান আইজানকে নিয়ে হাজির হতেন। তার সঙ্গে ছিল ইহান ও ইনাইয়া নামের আরও ২ খুদে ইউটিউবার। উল্লেখ্য, বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়া প্রবাসী। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ ছবিটি তার অভিনীত সর্বশেষ কাজ। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন।
এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনে পর্দায় আর পাওয়া যায়নি নব্বই দশকের সবচেয়ে জনপ্রিয় এ নায়িকাকে।