ময়মনসিংহে বিনাটিকেটে রেলভ্রমণের দায়ে যাত্রীকে জরিমানা করায় অস্থায়ী টিকিট পরীক্ষক (টিটিই) মো. রনিসহ (৩৮) দুইজনকে বেধড়ক মারধর করেছেন অজ্ঞাত যুবকরা।
সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জেলার গফরগাঁও স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে এই হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্য রেল কর্মচারীর নাম মো. আরজু। তিনি ট্রেন এটেনডেন্ট পদে কর্মরত বলে জানা গেছে।
ওই ট্রেনের অস্থায়ী টিকিট পরীক্ষক (টিটিই) মো. রনি নিজেই জাগো নিউজকে হামলা ও মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ স্টেশনে থামলে অজ্ঞাত এক যুবক ট্রেনে ওঠেন। ট্রেন কাওরাইদ স্টেশন থেকে ছাড়লে ওই যুবকের টিকিট চাই। টিকিট দেখাতে না পারায় ওই যুবককে ভাড়া ৮৫ টাকা এবং ৪৫ টাকা জরিমানাসহ মোট ১৩০ টাকার টিকিট কেটে হাতে দিই। এতে ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি।
এ ঘটনার জের ধরে ওই যাত্রী মোবাইলে অজ্ঞাত লোকজন ডেকে এনে গফরগাঁও স্টেশনে ট্রেন দাঁড়ালে আমার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় ট্রেন এটেনডেন্ট আরজু উদ্ধার করতে এগিয়ে এলে তাকেও মারধর করেন তারা।
এ ঘটনায় রেল কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের নিয়ম অনুযায়ী কাজ করতে গিয়ে যদি এভাবে হামলা ও মারধরের শিকার হই, তাহলে রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা কোথায়? অবিলম্বে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।