শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ২৩২টি হতদরিদ্র পরিবার বিনামূল্যে দুইটি করে ৪৬৪টি ছাগল পাবে। সোমবার (১১ এপ্রিল) বিকালে নলকুড়া ইউপি কার্যালয় চত্তরে ১৫টি পরিবারের মাঝে ৩০টি ছাগল বিতরণের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঝিনাইগাতীর আয়োজনে বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রজেক্টের আওতায় এ ছাগলগুলো বিতরণ করা হবে।
ছাগল বিতরণকালে উপস্থিত ছিলেন নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা জালালী আশরাফ উদ্দিন জিলানী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্ব জিৎ রায়, বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রজেক্টের সমন্বয়ক সৃজিত চিসিম, প্রকল্প কর্মকর্তা জেমস সিকদার প্রমুখ।