দুদিন পরেই আসছে বাংলা নতুন বছর। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে শহর থেকে শরু করে গ্রাম পর্যন্ত চলছে জোর প্রস্তুতি। নতুন পোষাকের পাশাপাশি বাহারী রঙে সাজার পরিকল্পনা করছে ছেলে বুড়ো সবাই। মুড়ি, মুড়কি, সাজ আর ঝুড়িসহ বাহারী খাবারের আয়োজন চলছে চারপাশে।
বর্ষবরণের এই আয়োজনে মুক্তিযুদ্ধের অন্যতম সাক্ষী শেরপুরের বিধবাপল্লীর বিধবাদের সম্পৃক্ত করতে শুভ নববর্ষ উপলক্ষে সোহাগপুরের বিধবাদের মাঝে নববর্ষের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বিধবাদের মাঝে নববর্ষের এই উপহার সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রী পেয়ে বিধবারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এসময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, কাকরকান্দি ইউপি চেয়ারম্যান মুকুল তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।