শেরপুর পৌর সভার দমদমা কালীগঞ্জ মহল্লায় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুলাল মিয়া (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৮ আগস্ট) সকালে বিদ্যুৎচালিত সেচপাম্প দিয়ে ধানক্ষেতে পানি দিতে পানি তুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল নয়টার দিকে কৃষক দুলাল মিয়া দমদমা কালীগঞ্জ এলাকার ক্ষেতে পানি দিতে যান। এ সময় বিদ্যুৎচালিত সেচপাম্পটি চালু করতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। যেহেতু এটা কোন হত্যা কান্ড নয় তা তার পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে দুলালের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।