শেরপুর শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বরের ফোয়ারায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত অটোচালক খোকনের পরিবারের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা প্রশাসন। রবিবার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের বাসভবনের হলরুমে খোকনের স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে বিধবা ভাতার কার্ড ও নগদ ২০ হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এছাড়া তিনি খোকনের স্ত্রীকে ট্রেনিংয়ের ব্যবস্থাসহ একটি সেলাই মেশিন ও তার বাবার বয়স্ক ভাতার কার্ড দ্রুত সময়ে করে দেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
সহায়তা প্রদানকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, এনডিসি মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, আমরা চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে খোকনের বাবার বয়স্ক ভাতার কার্ড প্রদান করার। জেলা প্রশাসন সব সময় খোকনের পরিবারের পাশে আছে।
উল্লেখ্য, ১৫ মে শুক্রবার ইজিবাইক চালক খোকন শহরের খোয়ারপাড় শাপলা চত্ত্বরের ফোয়ারার পানিতে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।