বিদায় নিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামসহ আরো দুই সরকারী কর্মকর্তা।
বদলীজনিত কারণে শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন এবং অবসরজনিত কারণে শেরপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ.আর. এম ওয়াহিদুজ্জামানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শেরপুর অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাবের আয়োজনে সার্কিট হাউজে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসকের সহধর্মিণী ইসমত আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কালেক্টরেট এর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় ডিসি বাংলোয় কর্মরত কর্মচারী দুলাল উদ্দিনের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।