জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতায় (একক) প্রথম স্থান অধিকার করেছে ইসরাত জাহান মিতা। জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগীতার গ্রুপ-১ (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) এ প্রথম হয়েছে মিতা। সে জেলার ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
এদিকে গ্রুপ-২ (৯ম-১০ম শ্রেণি) এ বিতর্ক প্রতিযোগীতায় (একক) প্রথম স্থান অধিকার করেছে শেরপুর সরকারী বালিকা উচ্চবিদ্যালয়ের পৃতি আক্তার এবং গ্রুপ-৩ (১১-১২শ শ্রেণি) তে বিতর্ক প্রতিযোগীতায় (একক) প্রথম স্থান অধিকার করেছে শেরপুর সরকারী কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান মিম।
আজ ডিসি উদ্যান আয়োজিত শিশু মেলার মঞ্চে তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ উদ্দীনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শেরপুর সরকারী কলেজের প্রফেসর অধ্যক্ষ ছারোয়ার জাহান, সেকান্দার আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান প্রমূখ।