শেরপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষ্যে শিশুদের রচনা, চিত্রাংকন, আবৃত্তি এবং দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা শিশু একাডেমীর আয়োজনে শিশু একাডেমী মিলনায়তনে এসব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগীতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী রচনায় ২টি, আবৃত্তিতে ৩টি, চিত্রাংকনে ৩টি এবং দেশাত্মবোধন সঙ্গীতে ৩টিসহ মোট ১০টি গ্রুপে অংশ নেয়। বিজয়ীদেরকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন অতিথিরা।