মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। মাহবুব আলম জাহাঙ্গীরের ব্যক্তি উদ্যোগে পাকুরিয়া ইউনিয়নে ১৬ ডিসেম্বর সকাল ৮টায় ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হায়দার আলী। এসময় উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের ছোট মেয়ে সাদিয়া রহমান অপি, বড় মেয়ে ড. শারমিন রহমান অমি ও তার স্বামী ড. জহিরুল রহমান জুয়েল, জেলা পরিষদের সদস্য মো. কফিল উদ্দিন প্রমুখ।
মাহবুব আলম জাহাঙ্গীর বলেন, শেরপুর সদর হাসপাতালের প্রায় ২০জন চিকিৎসকের স্বাস্থ্যসেবা পান প্রায় ৪শজন রোগী। আমার ব্যক্তিগত ভাবে রোগীদের প্রায় ২০হাজার টাকার ফ্রি ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।