আবারো বিচারকের আসনে দেখা যাবে অভিনেত্রী সোহানা সাবাকে। ‘পালসার স্ট্যান্ট ম্যানিয়া’ শিরোনামের রিয়েলিটি শো-তে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। দেশ সেরা বাইকার খুঁজে বের করাই এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটি আজ শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটে এনটিভিতে সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানটির প্রসঙ্গে সোহানা সাবা বলেন, আমাদের দেশে রিয়েলিটি শোয়ের গণ্ডিটা এখনো গান, নাচ, অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে রিয়েলিটি শোয়ের বিষয়ের ব্যাপ্তি অনেক বেশি। নানান ধরনের রিয়েলিটি শোয়ের মধ্যদিয়ে অদ্ভূত সব প্রতিভা খুঁজে বের করা হয়।
সোহানা সারা আরো বলেন, এই অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশে রিয়েলিটি শোয়ের ধারণা বদলাবে বলে আমি মনে করি। তাছাড়া একজন বিচারক হিসেবে কাজ করতে গিয়ে বাইকারদের মধ্যে যে চ্যালেঞ্জ আমি দেখছি, তাও দারুণ উপভোগ করছি।
জানা গেছে, এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পাবেন ১০ লাখ টাকা ও একটি নতুন বাইক।