বিচারক চাইলে দুর্নীতির মামলায় আগামীকাল বৃহস্পতিবার হরতালের পর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাবেন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় এদিন সাবেক এ প্রধানমন্ত্রীর আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য প্রদানের জন্য দিন ধার্য আছে। সাবেক এ প্রধানমন্ত্রীর আদালতের যাওয়ার বিষয়টি নিয়ে তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আজ বুধবার মুঠোফোনে বলেন, বৃহস্পতিবার আধাবেলা হরতাল রয়েছে। তাই ম্যাডাম (খালেদা জিয়া) নিরাপত্তার জন্য হরতাল চলাকালীন সময়ে আদালতে যাবেন না। এ জন্য বৃহস্পতিবার সকালে আমরা আদালতের কাছে সময় চাইব। সময় মঞ্জুর না করলে বিচারক চাইলে দুপুরের পর খালেদা জিয়া আদালতে যেতে রাজি আছেন।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।