আজ পবিত্র ঈদুল ফিতরের দিন বৃষ্টি বিড়ম্বনায় পড়তে হবে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে। সকাল থেকেই বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। ঢাকায় বিকেলের পর বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (১৪ মে) সকাল বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তিনি জানান, দেশের কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য এ ঝড়ের গতি খুব বেশি থাকবে না। আর ঢাকায় আপাতত দুপুর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেলের পর থেকে বৃষ্টি হতে পারে। সিলেটসহ দেশের কিছু এলাকায় সকালেই বৃষ্টি শুরু হয়েছে।
রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।