শেরপুরে বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার কল্যাণ সমিতি শেরপুর মূখ্য অঞ্চল শাখার সাধারণ সভা ও কমিটি গঠন গঠিত হয়েছে। ১৪ অক্টোবর শনিবার দুপুরে শহরের সাতানিপাড়া এলাকাস্থ মূখ্য অঞ্চল কার্যালয় মিলনায়তনে আয়োজিত সাধারণ সভায় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিকেবি’র উপ-মহাব্যবস্থাপক মাহতাব আলী রাশেদী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে পেশাজীবী ওই সংগঠনের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি স্ব-স্ব প্রতিষ্ঠানে গ্রাহকদের সেবার মান বৃদ্ধি, ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও আদায়ে দায়িত্বশীল হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
সংগঠনের বিদায়ী কার্যকরী সভাপতি মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শরিয়ত হোসেন। সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা আকন্দের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিকেবি’র আইন উপদেষ্টা এডভোকেট শক্তিপদ পাল, কর্মকর্তা রোজিনা তাসমিন, বেনজীর আহম্মেদ, মোঃ আক্তারুজ্জামান, শিহাব উদ্দিন, এবি সিদ্দিক, মোঃ শাজাহান, এসএম নজরুল ইসলাম, মোছাদ্দেক আহমেদ প্রমুখ।
পরে আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা আকন্দকে সভাপতি, এসএম ফিরোজকে কার্যকরী সভাপতি ও বেনজীর আহম্মেদকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছর মেয়াদী (২০১৭-২০) ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি এসএম মুশফিকুর রহমান ও দীপক কুমার নাথ, অতিরিক্ত সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, সাহিত্য সম্পাদক মোঃ আক্তারুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক এসএম নজরুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক হরিলাল বর্মণ, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা তাসমিন, কার্যকরী সদস্য শরিয়ত হোসেন, আব্দুস সালাম, সেলিম মিয়া, এমদাদুল হক কাজী, মোঃ শাজাহান ও জয়নাল আবেদীন।
শেরপুর টাইমস/ বা.স