তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া সরণ। দক্ষিণী সিনেমা জগতের পাশাপাশি বলিউডে দাপট দেখিয়েছেন তিনি। অজয় দেবগনের বিপরীতে ‘দৃশ্যম’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন শ্রেয়া।
সম্প্রতি রাশিয়ান নাগরিক অ্যানদ্রেই কসচিভকে বিয়ে করেন এই অভিনেত্রী। বিয়ের পর বেশ কিছুদিন বিদেশে কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন শ্রেয়া। বলিউডের দীপাবলি পার্টিতে স্বামী কসচিবের সঙ্গে দেখাও গিয়েছে তাকে। এবার সেই শ্রেয়া সরণ হাজির হলেন এক্কেবারে অন্যরকমভাবে।
ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, বর্তমানে মায়ের কাছে কেরালায় রয়েছেন শ্রেয়া। বাড়িতে থাকাকালীন বিকিনি পরে পানিতে নামেন তিনি। মায়ের কাছে থেকে যে একেবারে অবসর সময় কাটাচ্ছেন, ভিডিওতে সেটিই স্পষ্ট করে দেন এই দক্ষিণী অভিনেত্রী।