খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে বিএনপি আকস্মিকভাবে পুলিশের উপর হামলা করে সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গনতান্ত্রিক রাজনীতির সব সীমা অতিক্রম করে তারা জঙ্গি স্টাইলে পুলিশের উপর হামলা চালিয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি আকস্মিকভাবে পুলিশের উপর হামলা করেছে। এই স্টাইলটা কি গণতান্ত্রিক? এরা নাকি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? গতকালের (৩০ জানুয়ারি) ঘটনার আলামত খারাপ, উদ্দেশ্য নোংরা। বেগম জিয়ার আদালতে যাওয়া মানেই রাজপথে বিশৃঙ্খলা, একটা নৈরাজ্যজনক পরিস্থিতির সৃষ্টি করা।’
বিএনপি আবার ক্ষমতায় এলে দেশে বিভিশিকাময় পরিবেশ সৃষ্টি হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা যদি আবার আসে তাহলে আবারও দেশে ২০০১ সালের সন্ত্রাসে ডুবে যাবে, আবারও দেশ নৈরাজ্যে ডুবে যাবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আবারও চক্রান্ত বাতাসে উড়ছে, আবারও ষড়যন্ত্র, পেট্রোল বোমার গন্ধ পাচ্ছি। আবারও ২০১৩, ১৪ সালের যে ভয়াবহ বিভিশিকাময় যে বোমা সন্ত্রাস, আমাদের দেশের গণতন্ত্রকে নস্যাৎ, দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট, দেশে বিশৃঙ্খলা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি।
তিনি বলেন, ‘আবারও আরেকটা নির্বাচন আসছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে বিএনপি এবং তাদের দোষড়রা আন্দোলনে ব্যর্থ হয়ে আজকে তারা আবারও নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য নির্বাচনের অংশ না নিয়ে যে ভূল তারা করেছে তার দায় জনগনের উপর বর্তাতে চাচ্ছে।’
মামলা থেকে রেহাই পেতে বিএনপি বিদেশিদের কাছে নালিশ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এতদিন তাদের নালিশ ছিল সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে গতকাল আদালতের রায় নিয়ে বিদেশিদের কাছে নালিশ দিয়েছে।
‘দেশের আদালতের দূর্নীতির মামলার বিচার আদালত করবে তথ্য প্রমানের ভিক্তিতে। বিদেশিদের আমাদের আদালতের রায় নিয়ে কি করার আছে। বিদেশিরা কি আমাদের আদালতকে প্রভাবিত করবে? বেগম জিয়াকে এই মামলা থেকে রেহাই দিতে।
‘আমি বিদেশিদের কাছেও বলবো, আপনাদের কোন দেশের আদালতের কোন রায় নিয়ে বিরোধীরা বিদেশিদের কাছে নালিশ দেয়। আজকে বিএনপির রাজনীতির এই দেওলিয়াপনা প্রকাশ পেয়েছে। এই দেওলিয়াপনার শেষ কোথায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে। দেখুন এই দল কি জঘন্য।’
বিএনপি নেতাকর্মীদের উস্কানি না দেওয়ার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন,‘আমরা কোন উস্কানি দেব না, কিন্তু আক্রমন হলে সমুচিন জবাব দিয়ে দিবো। সেজন্য প্রস্তুত হোন মানসিক ভাবে প্রস্তুতি নিন।’
‘যারা রাস্তায় তান্ডব করবে সন্ত্রাস করবে, তাহলে কিন্তু বাংলাদেশের জনগনকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করবো, এখানে কোন আপোশ নেই। দেশ এগিয়ে যাচ্ছে তাদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। আমি আবারও বলছি আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে এর সমুচিত জবাব দিয়ে দেওয়া হবে।’
নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন শিরিন আক্তার (এমপি) প্রমুখ।