আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ গণসমাবেশ সফল করতে শেরপুরের শ্রীবরদীতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে বিএনপি। সোমবার (১১ অক্টোবর) বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত শ্রীবরদী শহরের বিভিন্ন এলাকায় প্রচারণামূলক লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি। লিফলেট বিতরণ শেষে শ্রীবরদী শহরের কাঁচা বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত এক সভায় বক্তব্যও রাখেন বিএনপি নেতারা।
সভায় সভাপতিত্ব করেন শ্রীবরদী উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম দুলাল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
মাহমুদুল হক রুবেল বলেন, আগামী ১৫ অক্টোবর তারিখের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। যদি কোন বাধা দেওয়া হয়, যেকোন মূল্যে সমাবেশ সফল হবেই। কেবল নেতাকর্মী নয়, জনগণও উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্তাবধায়ক সরকারের দাবীতে জ্বালানী তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি ও আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে এ গণসমাবেশ। এ গণসমাবেশ শান্তিপূর্ণভাবে করার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশ সফল হবেই।
এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী পৌর বিএনপির সভাপতি মো. ফজলুল হক চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক আবু রায়হান আল বেরুনী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম রাজন, সদস্য সচিব মো. রুকনুজ্জামান রুকন, শ্রীবরদী পৌর ছাত্রদলের আহবায়ক মো. শোভন শাহরিয়ার রাফি প্রমুখ। এছাড়া বিএনপি ও বিএনপির অঙ্গসহযোগী দলের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।