হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির জন্মই হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি বলেন, ‘সেই ধারাবাহিকতা দলটি এখনও লালন করে যাচ্ছে। এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেয়া সম্ভব হয়েছে।
‘বিএনপিকে মনে রাখতে হবে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তাকে কটূক্তি করা হলে বা হুমকি দেয়া হলে বাংলার মানুষ ঘরে বসে থাকবে না। জনগণ রাজপথে এসে বিএনপিকে মূলোৎপাট করবে।’
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি এবং কটূক্তির প্রতিবাদে কৃষক লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে এসব কথা বলেন মতিয়া চৌধুরী।
জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় এতে আরও অংশ নেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসসহ কৃষক লীগের নেতাকর্মীরা।
মতিয়া বলেন, ‘বিএনপির হাতে কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। কৃষকবিরোধী, শ্রমিকবিরোধী ষড়যন্ত্রই তাদের মূল লক্ষ্য। আমরা শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দেব।’
ওই সমাবেশে আরও বক্তব্য দেন কৃষক লীগের সহসভাপতি হোসনে আরা, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা।