আগুন সন্ত্রাসের জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে ভোটে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপি ২০১৪ সালের মতো আবারও জ্বালাও-পোড়াও শুরু করেছে জানিয়ে তিনি বলেন, আগুন নিয়ে খেলা এ দেশের মানুষ পছন্দ করে না। বিএনপি জোটকে বলবো, এই খেলা মানুষ পছন্দ করছে না। মানুষ এটা কখনোই মেনে নেবে না।
শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ৩টায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় দলীয় প্রধান শেখ হাসিনা এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যে চেতনা নিয়ে দেশকে স্বাধীন করা হয় ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সে চেতনাকে হত্যা করা হয়। সে সময় খুনীদের বিভিন্নভাবে অর্ডিন্যান্স দিয়ে মামলা থেকে রেহায় দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হয়। সে সময় যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করা হয়। ২১ বছর দেশের মানুষ সে কষ্ট ভোগ করে।
জিয়াউর রহমানকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, আর্মির কুর্দি পড়ে মুক্তিযোদ্ধাদের হত্যা, সাধারণ সেনাদের চাকরিচ্যুত করা, বিমান বাহিনীর অফিসারদের হত্যা করা হয়। তিনি একই সাধে সেনা প্রধান, রাষ্ট্রপতি হয়ে সেনা আইন লঙ্ঘন করে মানুষের ভোটাধিকার কেড়ে নেয়। এভাবে দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়।
তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ভোটের মাধ্যমেই সরকার গঠন করা। অস্ত্র হাতে না, রাতের অন্ধকারে না। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়েই আমরা মানুষকে সচেতন করেছি।
তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরাই প্রথম উদ্যোগ নিই। এ জন্য নির্বাচন কমিশন গঠন করার আইন করে দেই। ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমরা নানান সংস্কার করেছি। জনগনের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা করেছি।