করোনা ভাইরাস সংক্রমনে ঝুকি এড়াতে গর্ভবতী মা ও শিশুদের সুবিধার্থে বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেয়ার মতো ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন শেরপুর সদর উপজেলার পরিবার পরিকল্পনা মেডিক্যাল অফিসার ডা. শারমিন রহমান অমি।
তারই অংশ হিসেবে আজ শনিবার সকালে শেরপুর সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের সাংসদ আতিউর রহমান আতিকের বড় মেয়ে ও ডা. শারমিন রহমান অমি। উদ্বোধন শেষে ওই ইউনিয়নের শিমুলতলী, আমতলী, কুলুরচর, সাতপাকিয়া, পুড়ার দোকানসহ বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী এবং নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী গর্ভবতী মা’দের হাতে তুলে দেন তিনি।
এসময় প্রয়োজনীয় ঔষধ সামগ্রীর মধ্যে ছিল শিশুদের জন্য সিরাপ, এমক্সোসিলিন, পেরাসিটামল, হিসটাসিন এবং মা’দের জন্য ভিটামিন বি কমপ্লেস, আয়রনসহ অন্যান্য সামগ্রী।
এসময় ডা.অমি উপস্থিত সাংবাদিকদের বলেন, এর আগেও করোনা কালীন সময়ে গর্ভবতী মা’দের জন্য বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ আমার নিজস্ব অর্থথায়নে প্রত্যেককে ১টি করে শাড়ী ও শুকনো খাবার বিতরন করেছি। ভবিষ্যতেও আমার এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।