ময়মনসিংহের হালুয়াঘাটে জাহাঙ্গীর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আমিরখাঁকুড়া গ্রামে বাড়ির পাশে খড়ের গাদার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আলম বাবুল। ৪০ বছর বয়সী বাবুল আমিরখাঁকুড়া গ্রামের আব্দুল করিম মাস্টারের ছেলে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহতের বোনজামাই আব্দুল জব্বার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি এসে দেখি বাবুলের ঘরের ভেতর টিভি চলছে। বাড়ির সামনেই লাশটি পড়ে ছিল। ঘর থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা।
স্থানীয়রা জানায়, বাবুল প্রায়ই জুয়া খেলতেন। এতে তিনি অনেক জমি বন্ধক রেখেছেন। তবে সন্তানদের নিয়ে ১৫ দিন আগে বাবার বাড়িতে যান স্ত্রী। তার মা মেয়ের বাড়িতে থাকায় বাড়িতে একা ছিলেন বাবুল।
নিহতের স্ত্রী মনোরা আক্তার ময়না বলেন, ঘরে দুই লাখ ১০ হাজার টাকা ছিল। যা দিয়ে আমাদের বন্ধকি জমি ছাড়ানোর কথা ছিল। কিন্তু আমার সব শেষ হয়ে গেল। আমার স্বামীকে হত্যা করে সেই টাকাও নিয়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সুরুজ মিয়া বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে মাদকসেবী ও জুয়াড়িরা জড়িত থাকতে পারে। লাশের অবস্থা দেখে মনে হচ্ছে এটি হত্যাকাণ্ড।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, লাশ দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্তে করে দেখা হচ্ছে।