ময়মনসিংহের নান্দাইল উপজেলার পল্লীতে আব্দুল জব্বার (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ওই শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খারুয়া ইউনিয়নের মহেষকুড়া গ্রামে ওই শিশুর বাড়ি। আজ মঙ্গলবার সকালে বাড়িতে ছিলেন না শিশুটির মা ও অন্যরা। এ সময় একা বাড়িতে পেয়ে মৃত কেরামত আলীর ছেলে আব্দুল জব্বার শিশুটিকে মিষ্টি কেনার টাকা দেওয়ার কথা বলে নিজ বাড়িতে ডেকে নেন। এমন সময় আব্দুল জব্বার শিশুটির মুখে হাত চেপে ধরে ধর্ষণচেষ্টাকালে শিশুটি চিৎকার দেয়। এ সময় পাশের বাড়ির লোকজন আসলে অভিযুক্ত জব্বার কেটে পড়েন। একপর্যায়ে তার মা খবর পেয়ে আসনে। তখনও শিশুটি ভয়ে থরথর করে কাঁপছিল। পরে শিশুটি তার মাকে ঘটনা জানায়।
নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।