শেরপুরে ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৫৯ বাস ও সিএনজিচালিত অটোরিকশার মালিককে জরিমানা করা হয়েছে।
শনি ও রবিবার দিনব্যাপী জেলা-উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগ ওই জরিমানা আদায় করে।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. রুবেল মিয়া জানান, ৫১ জন চালক ও মালিকের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন তারা।
আর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানাউল মোর্শেদ বলেন, ৬টি বাস ও ৩টি সিএনজিচালিত অটোরিকশার মালিককে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।