প্রেস রিলিজ :
গত ৪ জানুয়ারি ২০২৫, রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো “বাহাজা পার্টনার মিটআপ ২০২৫”। এ আয়োজন বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রির জন্য একটি অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় ১০০টিরও বেশি ট্রাভেল এজেন্সির মালিক, ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধিগণ এবং বাহাজার বিনিয়োগকারীরা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশের সেরা ১০টি ট্রাভেল এজেন্সিকে সম্মাননা প্রদান। এজেন্সিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল সাফা ট্রাভেলস, ওয়ালাইয়া ট্যুরস, জে কে আইটি, বেস্ট চয়েস, ফ্লাই প্রিভিলেজ, সরকার ট্রাভেলস, জাহিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এসএসবি এয়ার, সফট হোস্ট, এবং দিগন্ত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই প্রতিষ্ঠানগুলো ট্রাভেল ইন্ডাস্ট্রিতে তাদের অসামান্য অবদান এবং উদ্ভাবনী সেবা প্রদানের মাধ্যমে বিশেষ স্বীকৃতি অর্জন করেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহাজার সিইও মোঃ আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে বলেন, *“বাহাজা প্রযুক্তি ও উদ্ভাবনকে কাজে লাগিয়ে দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়। এই মিটআপ আমাদের অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং সবাই মিলে একযোগে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”*
কো-ফাউন্ডার মোঃ ইমরান করিম এবং মোঃ শহিদুল ইসলাম রবিন অনুষ্ঠানে তাদের মূল্যবান বক্তব্য রাখেন। তারা বাহাজার ভবিষ্যৎ লক্ষ্য, উদ্ভাবনী সেবা এবং ট্রাভেল ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন। মিটআপে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে নেটওয়ার্কিং এবং মতবিনিময়ের মাধ্যমে নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজি মালিক ও কর্মীদের মধ্যে যারা বিশেষ অবদান রেখেছেন, তাদের সম্মাননা প্রদান করা হয়। রাইজিং এন্ট্রাপ্রেনার হিসেবে পুরস্কৃত হন মোঃ সেলিম মিয়া, মোঃ ইমরান হোসাইন, এবং মোঃ শহিদুল ইসলাম। টেকনোলজি পার্টনার হিসেবে বিশেষ স্বীকৃতি পায় ট্রাভেল পোর্ট ও তাকওয়া, আর রাইজিং স্টার হিসেবে সম্মাননা অর্জন করে সাফারি এভিয়েশন। কর্মদক্ষতার জন্য রাইজিং এমপ্লয়ি অ্যাওয়ার্ড লাভ করেন আবু সাহিদ হিমেল, এবং বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পান কংকন রায়, জুবায়ের হোসেন, ও সাখাওয়াত হোসেন।
বাহাজার পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তারা এয়ার টিকিট, উমরাহ প্যাকেজ, হজ্জ, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, এবং গ্রুপ টিকিট সেবার মাধ্যমে গ্রাহকদের চাহিদা পূরণ করছে। অদূর ভবিষ্যতে তারা ট্রাভেল ইন্সুরেন্স, ভিসা সার্ভিস, স্টুডেন্ট কাউন্সেলিং, ম্যানপাওয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মডিউল চালু করবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, *“বাহাজা পার্টনার মিটআপ ২০২৫” শুধুমাত্র অংশীদারদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রয়াস নয়, বরং এটি দেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি স্থাপন করবে।*
বাহাজা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.bahaza.com