শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেঁষা কদমতলী বাজারে যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) রাত দেড়টার দিকে উপজেলার নন্নী – তিনআনী বাজার মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের মোনাকুশা গ্রামের আব্দুর রফিক মাষ্টারের ছেলে মো. রবিউল ইসলাম (৪০) ও বন্দপাড়া গ্রামের অটোরিকশা চালক সাইদুর ইসলাম (৩৭)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নালিতাবাড়ী উপজেলার নন্নী- তিনআনী মহাসড়কের কদমতলী বাজারের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী (ঢাকা মেট্রো- ব ১৪-১৫৪১) বাস পৌঁছালে সেখানে তিনআনী বাজারগামী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম বলেন, যাত্রীবাহী বাসটিকে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।