ময়মনসিংহ বিভাগকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা উপলক্ষে শ্রীবরদীতে বাল্যবিবাহ বিরোধী র্যালি, মানববন্ধন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাল্যবিবাহ বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রহুল আলম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজজোহরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসান, সমবায় কর্মকর্তা মহিবুর রহমান, মৎস্য কর্মকর্তা সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশিল সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী।