শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় ‘বালুচর’ সাহিত্য কাগজের দ্বিতীয় বর্ষ তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন ও পাঠ প্রতিক্রিয়া সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) নালিতাবাড়ি উপজেলা শহরের আমবাগান্থ সাবেক সচিব এসডিএফ এর চেয়ারম্যান ও লেখক আব্দুস সামাদ ফারুক এর বাসায় ‘বালুচর’ মোড়ক উন্মোচন করা হয়। পরে নালিতাবাড়ি প্রেসক্লাব মিলনায়তনে ‘বালুচর’ এর পাঠ প্রতিক্রিয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্প সাহিত্যের ত্রৈমাসিক যা ইতিহাস ও ঐতিহ্যের সুলুকসন্ধান করে থাকে স্থানিক ও কালিকের বাস্তবতায়। এই সাহিত্য কাগজ ‘বালুচর’ কাগজের সম্পাদক রিয়াদ আল ফেরদৌস এর সঞ্চালনায় প্রতিক্রিয়া সভায় স্বাগত বক্তব্য দেন সম্পাদনা পর্ষদ সদস্য শিক্ষক সজল কর্মকার। এরপর আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রাবন্ধিক জ্যোতি পোদ্দার। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাগ্রজ সাংবাদিক ও কলামিস্ট সামেদুল ইসলাম তালুকদার।
আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজ ও মানবাধিকার কর্মী সংস্কৃতিজন ক্লোডিয়া নকরেক কেয়া, প্রেসক্লাবের সম্মানীয় সভাপতি আবদুল মান্নান সোহেল, প্রচ্ছদ শিল্পী রকিব মুক্তাদির, মানিক সাহা, ডা. অনাথ বিপ্লব দে কেটু প্রমুখ।