ইংল্যান্ডের বার্মিংহামে চলমান ২২তম কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত ৬৪ কেজি ওজন শ্রেণিতে ১২ জনের মধ্যে অষ্টম হয়েছেন।
তিনি মোট ওজন তুলেছেন ১৮১ কেজি। এর মধ্যে মাবিয়া স্ন্যাচে ৭৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে তুলেছেন ১০৩ কেজি।
গত গোলকোস্টে ষষ্ঠ হয়েছিলেন নারী এই ভারোত্তলক। মাবিয়া সর্বশেষ দুটি এসএ গেমসে স্বর্ণ জিতেছেন।