প্রথমে ব্যাট করে গল টাইটান্স সংগ্রহ করেছিলো ১৮৮ রানের বিশাল চ্যালেঞ্জিং স্কোর। কিন্তু এতবড় স্কোরও মামুলি হয়ে গেলো পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কাছে। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে পাল্লেকেলে স্টেডিয়ামে রীতিমত ঝড় তুললেন বাবর। তার ৫৯ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংসের ওপর ভর করে কলম্বো জয় তুলে নিলো ৭ উইকেটের ব্যবধানে। হাতে বাকি ছিল ১টি বল।
১৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কাকে সঙ্গে নিয়ে ১২.৩ ওভারে ১১১ রানের বিশাল জুটি গড়ে তোলে কলম্বো স্ট্রাইকার্স। ৪০ বলে ৫৪ রানের ইনিংস খেলে আউট হয়ে যান পাথুম নিশাঙ্কা। তবে পরের ব্যাটারদে নিয়ে বাবর আজমই দলকে জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে দেন।
১৩ বলে ৮ রান করে নুয়ানিদু ফার্নান্দো আউট হলেও অন্যপ্রান্তে ঝড় অব্যাহত রাখেন বাবর। তিনি যখন আউট হন তখন, কলম্বোর রান ছিল ১৭৫। যদিও তখনও ১৪ রান বাকি ছিল মাত্র ৫ বলে। ৫৯ বলে ৮ বাউন্ডারি এবং ৫ ছক্কায় ১০৪ রান করে আউট হন বাবর।
তিনি আউট হলেও আরেক পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ ৪ বলেই তুলে নেন ১৪ রান। ১টি বাউন্ডারি এবং একটি ছক্কার মার মারেন তিনি। বাকি ২ বলে নেন ২টি করে চার রান। সাকিব আল হাসান ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি। দাসুন সানাকা করেন অপরাজিত ৬ রান। সাকিব ব্যাট করতেও নামতে পারেননি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান সংগ্রহ করে গল টাইটান্স। লাসিথ ক্রুসপুলে করেন ৩৬ রান। শেভন ড্যানিয়েল করেন ৪৯ রান। ৩০ রান করেন ভানুকা রাজাপাকসে। ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন টিম সেইফার্ট।
সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। প্রথম ক্রিকেটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
এর মধ্যে ৩টি শতরান আন্তর্জাতিক ম্যাচে। এতদিন যে কৃতিত্ব ছিল শুধু গেইলের। ২০ ওভারের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারের শতরান রয়েছে ২২টি। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিন ক্রিকেটার। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার এবং মাইকেল ক্লিংগারের আটটি করে শতরান রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেটে।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসাবে বিবেচনা করা হয়। ক্রিকেটজীবনে মোট ৪০টি শতরানের মধ্যে ১০টি তিনি করেছেন টি-টোয়েন্টিতে। ২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস (৫২টি) খেলে ২০০০ রান পূর্ণ করার কৃতিত্বও রয়েছে পাক অধিনায়কের দখলে।
কোনও টি-টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি অর্ধশতরান এবং সর্বাধিক রান করার কৃতিত্বও তার। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর চারটি অর্ধশতরান এবং মোট ৩০৩ রান করেছিলেন।
এ বছরই প্রথম লঙ্কা প্রিমিয়ার লিগ খেলছেন বাবর। চতুর্থ ম্যাচেই পেলেন শতরান। প্রথম ম্যাচে মাত্র সাত রান করলেও পরের দুটি ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৫৯ এবং ৪১ রান।