পুলিশের সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কাহার আকন্দকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসন থেকে নৌকার টিকিট দেওয়া হয়েছে।
রোববার ২৯৮ আসনে নৌকার প্রার্থীর নাম ঘোষণার সময় তার নামও বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বর্তমান সংসদ সদস্য ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদের বদলে এবার আওয়ামী লীগ প্রার্থী হিসেবে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন কাহার আকন্দ।
মনোনয়ন পাওয়ার পর আবদুল কাহার জানান, তিনি খুবই খুশি। তিনি আরও বলেন, ‘আমাকে মনোনীত করার জন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কটিয়াদী ও পাকুন্দিয়ার মানুষ এ ঘোষণায় উচ্ছ্বসিত।’
আবদুল কাহার আকন্দ বলেন, ‘আমি জয়ী হলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করব। এছাড়া নির্বাচনি এলাকার মানুষের কল্যাণে অন্যান্য প্রকল্প গ্রহণ করব।’