আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজারে আসতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস২২ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন। তবে ফোনটি সম্পর্কে এখন পর্যন্ত স্যামসাং এর পক্ষ থেকে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।
ফোনটি চারটি কালার বিশিষ্ট সবুজ পিংক গোল্ড, গ্রিন, ব্লাক এবং হোয়াইট। এছাড়া থাকবে ৮ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি স্টোরেজ সুবিধা।
সর্বশেষ তথ্য অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এস২২ এর দুটি গ্রিকবেঞ্চ মডেল আসতে যাচ্ছে। স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের পরবর্তী মডেল হবে এস পেন (S Pen)।
তবে জিগমোচয়না তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং এ ফোনটি দুটি মডেলের হবে। ১২ জিবি র্যাম এবং ১২৮/২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। অন্যটি ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ।
এছাড়াও বলা হচ্ছে এ ফোনটিতে থাকতে পারে ১ টেরা বাইট স্টোরেজ সুবিধা। তবে সবই অনুমান ভিত্তিক তথ্য পাওয়া যাচ্ছে। ফোনটির দাম হতে পারে ৭৯৯ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৬৮ হাজার ২৯৫ টাকা।
সূত্র: এনডিটিভি এবং জিগমোচায়না