জনস্বাস্থ্য রক্ষায় ও বাজার নিয়ন্ত্রণে শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে শহরের নয়ানী বাজারে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির গুণগত মান ও ন্যায্যমূল্য নিশ্চিতকল্পে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানাউল মোর্শেদ ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওইসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, ফল বিক্রির কাগজের ঠোঙ্গা মোটা করে ওজন বৃদ্ধি করা, ওজনে কম দেয়া, পিসে পণ্য ক্রয় করে কেজিতে বিক্রি করে অতিরিক্ত লাভ করে ভোক্তাকে ঠকানো ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রির অপরাধে প্রায় ৩০/৩৫ টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি পণ্য বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় ৩টি ফলের দোকানকে মোট ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকিদের বিভিন্ন নির্দেশনা ও সতর্ক করা হয়।
ওইসময় শেরপুর কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।